Book Name:Maa Ki Dua Ka Asar

করুন! * ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

মায়ের মর্যাদা!

    প্রিয় ইসলামী ভাইয়েরা! মা” হচ্ছে কুদরতের একটি অমূল্য উপহার, মায়ের মর্যাদা কুরআন ও হাদীসে বর্ণনা হয়েছে, মায়ের অনুগত ব্যক্তি আল্লাহ পাক ও রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সন্তুষ্টি লাভে সফল হয়ে যায়, মা তার সন্তানের আরামের জন্য নিজের আরাম আয়েশকে কুরবানী করে দেয়, মায়ের বুকের রক্ত দ্বারা সন্তানের অস্তিত্ব তৈরী হয়, মা অনেক বছর পর্যন্ত নিজের সন্তানকে আদর করে ঘুম পারায়, মা অসুস্থ সন্তানকে দেখে অধৈর্য হয়ে পরে এবং অশ্রু বিসর্জন করে, মা অসুস্থ সন্তানের জন্য প্রচন্ড শীতের রাতেও সারা রাত জেগে কাটিয়ে দেয়, মা অসুস্থ সন্তানের জন্য দামী হাসপাতাল ও দামী ঔষধের দোকানে ধাক্কা খাওয়াকেও মেনে নেয়, মা সন্তানের ভবিষ্যত সাজাতে নিজের পুরো জীবনকে সন্তানের জন্য ওয়াকফ করে দেয়, মা সন্তানের জন্য ছায়াযুক্ত বৃক্ষের ন্যায় হয়ে থাকে, মা স্বয়ং গরম সহ্য করে সন্তানকে বাতাস করতে থাকে, মা সন্তানকে ছায়ায় বসিয়ে নিজে রোদে বসে যায়, মা সন্তানের আবদার ও আহ্লাদ পুরণ করে, মা ঋণ করে হলেও সন্তানের আবদার পূরণ করে, মা তার স্বামীর মৃত্যুর (Death) পর সন্তানদের ধারে ধারে ঘুরতে দেয়না, মা সন্তানের জন্মের পূর্বে ও জন্মের সময় এবং জন্মের পরের কষ্ট সহ্য করে থাকে, মা সন্তানকে উত্তম মানুষ হিসেবে গড়ে তুলে, মা তার মুখের গ্রাসও সন্তানের মুখে দিয়ে খুশি হয়ে যায় এবং নিজে ক্ষুধার্ত ঘুমিয়ে যায়, মা সন্তানকে গরম বিছানায় শোয়ায় আর নিজে ঠান্ডা মেঝেতে শুয়ে যায়, মা সন্তানের মন্দ কল্পনা করে না, মা সন্তানকে খুশি দেখে খুশি হয়ে যায়, মা সন্তানকে দুঃখ কষ্টে লিপ্ত দেখে অস্থির হয়ে যায়, মা বিপদে সন্তানের মনোবল দৃঢ় করে, মা প্রতিবন্ধি সন্তানকেও অসহায় ভাবে ছেড়ে দেয় না, মা অবাধ্য সন্তানের প্রতিও স্নেহ ও দয়াই করে থাকে, মা না হলে ঘরকে বিরান ভূমি মনে হয়, মায়ের সেবক জীবন শান্তিতে অতিবাহিত