Book Name:Maa Ki Dua Ka Asar

নেক আমল নম্বর ৫৬ এর উৎসাহ

    প্রিয় ইসলামী ভাইয়েরা! পিতামাতার গুরুত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করতে, তাঁদের সেবা করার প্রেরণা বৃদ্ধি করতে, তাঁদের দোয়ার অধিকারী হতে এবং তাঁদের সন্তুষ্ট রাখার পদ্ধতি সম্পর্কে জানতে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান, মাদানী কাফেলাতে সফর করুন এবং নেক আমল রিসালা পুরণ (Fill) করার অভ্যাস গড়ে তুলুন اِنْ شَآءَ الله মা-বাবার সেবা অনুগত্য হওয়ার অনুপেরণা সৃষ্টি হবে শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রদত্ত ৭২টি নেক আমলের মধ্যে হতে নেক আমল নম্বর ৫৬ তে এটাও রয়েছে যে, আজ কি আপনি মা-বাবাকে আদব সম্মান করেছেন? (তাদের আদেশ শরীয়ত সম্মত হলে মান্য করা তাদের হাত-পা চুম্বন করা তাদের আওয়াজ থেকে নিজের আওয়াজকে ছোট রাখা ইত্যাদি ইত্যাদি)। এটা এমন একটা প্রিয় নেক আমল যদি আমরা এর উপর আমল করি তাহলে আমরা আমাদের পিতা-মাতার অনুগত্য করাতে সফল হয়ে যাবো মনে রাখবেন! পিতা-মাতা আমাদের উপর যদি সন্তুষ্টি হয়ে যায় তাহলে اِنْ شَآءَ الله আল্লাহ পাকও আমাদের উপর সন্তুষ্টি হয়ে যাবে  

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! যেমনিভাবে মায়ের দোয়া সন্তানের হকে কবুল হয়ে যায়, তেমনিভাবে তাঁদের বদদোয়াও কবুল হয়ে থাকে, সুতরাং আমাদের উচিৎ যে, আমরা কখনোই যেনো এমন কোন কাজ না করি, যার কারণে আমাদের পিতামাতার কোন প্রকারের কষ্ট হয় বা তাঁরা আমাদের জন্য বদদোয়া করে কতইযে মূর্খ লোকেরা, যারা মায়ের বদদোয়া অর্জনকারী কাজ করে আল্লাহর শপথ! যদি তাঁরা অসন্তুষ্ট হয়ে সন্তানের জন্য বদদোয়া করে, তবে অপমান অপদস্ততা তার নিয়তি হয়ে যায় আসুন! এসম্পর্কে একটি শিক্ষামূলক ঘটনা শুনি এবং শিক্ষা অর্জন করি

মায়ের বদ দোয়ায় পা কাটা গেলো

    শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত, দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ তাঁর রচিত নেকীর