Book Name:Maa Ki Dua Ka Asar

যেখানে মাবাবার আদব সম্মান শেখানো হয়, এই ফিতনা ফ্যাসাদের যুগে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশ আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত, উৎসর্গীত হয়ে যান আল্লাহ পাকের ওলী, দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রতি, যাঁর মাদানী প্রশিক্ষণে এমন অনেক যুবকের জীবনে মাদানী পরিবর্তন সাধিত হয়েছে যে, যারা তাদের মাবাবার জন্য কষ্টের কারণ ছিলো, সেই সৌভাগ্যবানরা আজ মাবাবার নিকট প্রশান্তির উপলক্ষ্য হয়ে গেছে, এমন অনেকে রয়েছে, যাদের অবাধ্যতা মন্দ আচরণের কারণে মাবাবার ঘুম বিনষ্ট হয়ে গিয়েছিলো, কিন্তু দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের বরকতে এখন প্রশান্তি ঘুম নসীব হয়ে গেছে

    আসুন! আমরা দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যায় নেক আমলের রিসালা পুরণ (Fill) করার অভ্যাস গড়ে তুলে, মাদানী কাফেলার মুসাফির হয়ে যাই, আমরা জেনে যাবো যে, মাবাবার দোয়া কিভাবে নিতে হয়, সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমা মাদানী মুযাকারায় শুধু নিজে অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করবেন না বরং বন্ধু বান্ধবকেও অংশগ্রহণ করান, তবেই জানতে পারবে যে, মাবাবাকে কিভাবে খুশি করে তাদের অন্তরের দোয়া নিতে হয়১২ দ্বীনি কাজে জন্য নিজেকে উপস্থাপন করুন, সর্বদা নিজেকে নেকীর কাজের জন্য প্রস্তুত রাখুন

    নিশ্চয় মাবাবার আনুগত্য একান্ত বাধ্য হওয়া সন্তানের উপর আবশ্যক, তবে মা-বাবা যদি কোন শরীয়ত বিরোধী বিষয়ের আদেশ দেয় যেমন; দাঁড়ি মুন্ডন করো ইত্যাদি, তবে এমতাবস্থায় শরীয়ত তাঁদের আদেশ মানতে নিষেধ করেছে কেননা আল্লাহ পাকের অবাধ্যতায় সৃষ্টির আনুগত্য জায়িয নয়

যদি পিতামাতা পরস্পর ঝগড়া করে তবে সন্তান কি করবে?

    আলা হযরত, ইমামে আহলে সুন্নাত, মাওলানা ইমাম আহমদ রযা খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যদি পিতামাতা পরস্পরের মধ্যে মনোমালিন্য হয় তখন সন্তান মায়ের পক্ষও অবলম্বন করবে না, পিতার পক্ষও অবলম্বন করবে না, কখনো যেনো এমন না হয় যে, মায়ের ভালবাসায় পিতার উপর কঠোরতা করবে। পিতার মনে দুঃখ দেওয়া বা তাঁর সাথে