Book Name:Maa Ki Dua Ka Asar

জান্নাতের সঙ্গী

    শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত, দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ তাঁর রচিত পুস্তিকা সামুদ্রিক গম্বুজ এর ৪র্থ পৃষ্ঠায় বর্ণনা করেনহযরত মুসা কালিমুল্লাহ عَلَیْہِ السَّلَام একবার আল্লাহ পাকের দরবারে আরয করলেন: হে ক্ষমাশীল রব! আমাকে আমার জান্নাতের সঙ্গীকে দেখিয়ে দাও আল্লাহ পাক ইরশাদ করলেন: অমুক শহরে যাও, সেখানকার অমুক কসাই তোমার জান্নাতের সঙ্গী সুতরাং সায়্যিদুনা মুসা عَلَیْہِ السَّلَام সেখানে কসাইয়ের নিকট তাশরীফ নিয়ে গেলেন (অজানা সত্ত্বেও মুসাফির মেহমান হওয়ার কারণে) তিনি তাঁকে দাওয়াত করলেন যখন খাবার খাওয়ার জন্য বসলেন, তখন তিনি একটি বড় ঝুড়ি নিজের পাশে রাখলেন, ভিতরে দুই গ্রাস দিতেন এবং এক গ্রাস নিজে খেতেন এরই মধ্যে দরজায় কেউ করাঘাত করলো, কসাই উঠে বাইরে গেলো হযরত মুসা عَلَیْہِ السَّلَام ঝুড়িতে দেখলেন যে, এর ভেতর অতিশয় বৃদ্ধ বৃদ্ধা ছিলো

    হযরত মুসা عَلَیْہِ السَّلَام এর প্রতি দৃষ্টি পড়তেই তাদের ঠোঁটে মুচকি হাসি (Smile) এসে গেলো, তারা তাঁর রিসালাতের সাক্ষ্য দিলো এবং মুহুর্তেই মৃত্যুবরন করলো কসাই ফিরে এসে ঝুড়িতে আপন পিতামাতাকে মৃত অবস্থায় দেখে ঘটনা বুঝে গেলো এবং হযরত মুসা عَلَیْہِ السَّلَام এর হাত চুম্বন করে আরয করলো: আপনাকে আল্লাহর নবী হযরত মূসা عَلَیْہِ السَّلَام বলে মনে হচ্ছে বললেন: তোমার কিভাবে ধারণা হলো? আরয করলো: আমার পিতামাতা প্রতিদিন কেঁদে কেঁদে দোয়া করতেন যে, “আমাদেরকে হযরত মুসা عَلَیْہِ السَّلَام এর জলওয়াতে মৃত্যু দান করো দুজনের এভাবে হঠাৎ ইন্তিকাল করাতে আমার ধারণা হলো যে, আপনিই হযরত মুসা عَلَیْہِ السَّلَام হবেন কসাই আরো আরয করলো: আমার মা যখন খাবার খেয়ে নিতেন, তখন খুশি হয়ে আমার জন্য এই দোয়া করতেন: আমার ছেলেকে জান্নাতে হযরত মুসা عَلَیْہِ السَّلَام এর সঙ্গী বানিয়ো হযরত মুসা عَلَیْہِ السَّلَام বললেন: তোমাকে মোবারকবাদ যে, আল্লাহ পাক তোমাকে জান্নাতে আমার সঙ্গী করেছেন (সামুদ্রিক গুম্বদ, পৃষ্ঠা)